পটিয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

পটিয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে মো. মাইমুন নামের এক যুবলীগ নেতা সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বুধবার উপজেলার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পটিয়ার কচুয়াই ইউনিয়নের অধিবাসী এজাহার মিয়া উত্তর খরনা মাঝিরপাড়া গ্রামের শফিউর রহমানের ওয়ারিশ থেকে ২.১২ শতক ভূমি ক্রয় করেন। ভূমিটি কমলমুন্সির হাট রেললাইনের পূর্ব দিকে। এজাহার মিয়ার নামজারীকৃত ভূমি মাইমুনের কাছে বিক্রয়ের উদ্দেশে গত বছরের ১২ মার্চ বায়না রেজিস্ট্রি করা হয়। পরে ওই ভূমিতে মাটি ভরাটের কাজ শুরু করেন মাইমুন। গত ২৯ ডিসেম্বর উত্তর খরনা মাঝিরপাড়া গ্রামের মৃত এমএ ছবুরের পরিবারের নির্দেশে তাদের আত্মীয় আসাদুজ্জামানের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী সেখানে উপস্থিত হয়। এ সময় তারা মাইমুনকে মারধর করেন এবং ভূমি ভরাটের কাজ বন্ধ করে দেন।
মাইমুন অভিযোগ করেন, মৃত এমএ ছবুরের কন্যা-পুত্রগণ প্রশাসনের উচ্চ পর্যায়ের লোক হওয়ায় তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এমনকি ওই ভূমি দাবি করলে মামুনকে মিথ্যা মামলায় ফাঁসানোসহ হত্যার হুমকি দেয়া হয়েছে। মাইমুন তার ক্রয়কৃত ভূমি রক্ষার পাশাপাশি নিজের এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের হুইপ সামসুল হক চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে মাইমুনের পরিবারের পক্ষে শফিউল আলম নয়ন ও মিজবাউর রহমান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনারীদের প্রতি অমানবিক নিপীড়ন থামাতে হবে
পরবর্তী নিবন্ধগুইমারায় ইটভাটা মালিককে লাখ টাকা জরিমানা