পটিয়ায় জাল টাকার নোটসহ গ্রেপ্তার ২

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৭:৩৬ পূর্বাহ্ণ

পটিয়া থানা পুলিশের অভিযানে জাল টাকার নোটসহ ২ জন গ্রেপ্তার হয়েছে। গত শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই মুন্সিরহাটস্থ খাজা গরীবে নেওয়াজ ট্রেডার্স থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের (ইলিয়াছ খাঁর বাড়ী) মৃত নুরুল ইসলাম ড্রাইভারের পুত্র মো. ইউনুছ (৩১) ও একই ইউনিয়নের (মিল্লাত আলী খন্দকার বাড়ী) নুর মোহাম্মদের পুত্র মো. ইব্রাহিম (৩৮)

জানা যায়, কালারপোল পুলিশ ফাঁড়ির এসআই মো. আব্দুল বাতেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শুক্রবার রাত ১২টার দিকে তাদের গ্রেপ্তার করে। এসময় ১০০০ হাজার টাকার তিনটি ও ৫০০ টাকার একটিসহ মোট সাড়ে ৩ টাকার জাল নোট জব্দ করা হয়।

জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপর্যটকের সাড়া নেই, ছাড়েনি জাহাজ
পরবর্তী নিবন্ধ১৫৯ কোটি টাকার কাজে অনুমোদন দেয়নি ক্রয় সংক্রান্ত কমিটি