পটিয়ায় ছৈয়দ ভান্ডার দরবার শরীফে পবিত্র ৩৭তম বার্ষিক ওরশ শরীফ পালিত হয়েছে। সোমবার দরবারের প্রতিষ্ঠাতা শাহসূফী হাফেজ ক্বারী মাওলানা আবু ছৈয়দ শাহ আল–মাইজভান্ডারীর (কঃ) স্মরণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। দিবসটি পালন উপলক্ষে সকাল থেকেই আশেকান ও ভক্তদের ঢল নামলে দরবার প্রাঙ্গণ হয়ে ওঠে মুখরিত। পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ–নাত, রওজা মোবারকের গোসল, বিনামূল্যে হেপাটাইটিস–বি পরীক্ষাসহ নানা আধ্যাত্মিক ও সামাজিক আয়োজনের মাধ্যমে ওরশের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন ছৈয়দ ভান্ডার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শাহসূফী শাহজাদা ছৈয়দ এনায়েতুর রহমান আল–মাইজভান্ডারী।
তিনি তাঁর বক্তব্যে তরিকার শিক্ষা, আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন এবং মানবসেবার গুরুত্ব তুলে ধরেন। গভীর রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী মাহফিলের সমাপ্তি ঘটে। শাহসূফী শাহজাদা ছৈয়দ এনায়েতুর রহমান আল–মাইজভান্ডারী মোনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












