পটিয়ায় পার্কিং চার্জ নিয়ে বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে আহত পৌরসভার সিএনজি অটোরিকশার পার্কিংয়ের ইজারাদার আবদুল মান্নানের (৫০) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পটিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের হাবিবুর পাড়া গ্রামের চান্দু মিয়ার পুত্র।
গত ৩০ জানুয়ারি পটিয়া ডাক বাংলো এলাকায় সিএনজি অটোরিকশার পার্কিং চার্জের ১০ টাকা নিয়ে ওমর আলী (৪৬) নামে এক চালকের সাথে কথাকাটাকাটি হয় মান্নানের। এ ঘটনার পর ওমর আলীর পুত্র কিশোর গ্যাংয়ের সদস্য মোহাম্মদ সোহেল ক্ষুব্ধ হয়ে সংঘবদ্ধ দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে অতর্কিত ইজারাদার আবদুল মান্নান ও টেম্পু শ্রমিক সমিতির অর্থ সম্পাদক মো. বদিউল আলমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ১ ফেব্রুয়ারি আহত বদিউল আলমের ভাই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর ওমর আলীকে পুলিশ গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার ইজারাদার আবদুল মান্নান চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং অপর আহত বদিউল আলম চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, ১০ টাকার পার্কিং চার্জ নিয়ে ইজারাদারের সঙ্গে ওমর আলীর বাকবিতণ্ডা হয় এবং ছুরিকাঘাতে দুইজনকে আহত করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং মামলার প্রধান আসামি ওমর আলীকে গ্রেফতারও করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।