পটিয়ায় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত গিয়ার ছুরি, ছিনতাইকৃত নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গতকাল বুধবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকার খোরশেদ আলমের পুত্র মো. রায়হান (২০) ও উপজেলার ছনহরা ইউপির আলমদার পাড়ার মো. শাহ আলমের পুত্র মো. রাকিব (১৯)।
পুলিশ জানায়, চট্টগ্রাম ওয়াসার কর্মচারী মো. আমিন হোসেন (৫৫) তার বন্ধুর সাথে দেখা করতে গত মঙ্গলবার সন্ধ্যায় পটিয়া যান। এরপর পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকায় গেলে তিনি এবং তার বন্ধু ছিনতাইয়ের শিকার হন। গ্রেপ্তার দুই ছিনতাইকারীসহ অজ্ঞাত আরও ২ জন ছিনতাইকারী তাদেরকে মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে নগদ সাড়ে ৫ হাজার টাকা, আমিন ও তার বন্ধুর বিকাশ থেকে ১১ হাজার ৪৫০ টাকা সেন্ডমানি করে মোট ১৬ হাজার ৯৫০ টাকা ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগীরা বিষয়টি পটিয়া থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে ভুক্তভোগীদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে ছিনতাইয়ে জড়িতদের গ্রেপ্তার করে।
এ বিষয়ে পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, ধৃত ছিনতাইকারীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার ঘটনায় জড়িত অপর পলাতক অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যহত আছে।












