পটিয়ায় ছাত্রলীগ নেতা শাহাদাত গ্রেপ্তার

কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা চেষ্টা

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

কলেজ ছাত্রীকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে পটিয়ায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে শাহাদাত হোসেন (২৪) নামের এ ছাত্রলীগ নেতাকে গত রবিবার রাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শাহাদাত উপজেলার কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ার নুরুল আলমের পুত্র। গতকাল সোমবার র‌্যাব তাকে পটিয়া থানায় হস্তান্তর করেছে।
শাহাদাত হোসেন পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বলে নিশ্চিত করেছেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন সাব্বির ও সহ সভাপতি মোহাম্মদ জিয়াউল হক রুবেল।
থানা সূত্রে জানা যায়, আনোয়ারা শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজের এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলেন ছাত্রলীগ নেতা শাহদাত। গত ১০ জুলাই (শনিবার) সকাল ১১ টায় উপজেলার ছনহরা ইউনিয়নের গুয়াতলি গ্রামের সাবিত্রী আশ্রম এলাকায় ওই কলেজ ছাত্রীকে কৌশলে ডেকে এনে ধর্ষণের পর ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায় শাহাদাত। একপর্যায়ে রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে ওই কলেজ ছাত্রীকে ফেলে দেয়। পরে স্থানীয় একব্যক্তি রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি মামলা হলে র‌্যাব-৭ অভিযান চালিয়ে শাহদাতকে গ্রেফতার করে। এ ব্যাপারে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, আসামি শাহাদাতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅবসরে অপরাধের সাজা হিসেবে পেনশন বাতিলের বিধান বহাল
পরবর্তী নিবন্ধনাগরিক সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ