পটিয়ায় ছাত্রলীগের ১৬ কমিটি বিলুপ্ত ঘোষণা

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৫ জানুয়ারি, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

বিলুপ্ত ঘোষণা করা হয়েছে পটিয়া উপজেলা ছাত্রলীগের আওতাধীন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ ইউনিট কমিটি। গত সোমবার রাতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির জরুরি সভায় এসব কমিটি বিলুপ্তের সিদ্ধান্ত নেয়া হয়। বিলুপ্তির কারণ হিসেবে দীর্ঘদিন থেকে কমিটিগুলো নিস্ক্রিয় এবং কমিটির অনেকে চাকুরীতে চলে যাওয়া, মেয়াদোত্তীর্ণ ও সংগঠনের গতিশীলতা আনতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নেতৃবৃন্দ জানান।
সভা শেষে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দকী, যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ জানে আলম, ইনতিসার ইবনে সেলিম, এম শওকত হোসেন, আনিসুল ইসলাম চৌধুরী, মিনহাজুল আবেদীন মুন্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, কাশিয়াইশ, আশিয়া, বড়লিয়া, জঙ্গলখাইন, ভাটিখাইন, ধলঘাট, কেলিশহর, হাইদগাঁও, কচুয়াই, খরনা ও শোভনদন্ডী ইউনিয়ন শাখা, মনসা স্কুল এন্ড কলেজ, ধলঘাট স্কুল এন্ড কলেজ, মুজাফরাবাদ স্কুল এন্ড কলেজ, ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজ, শোভনদন্ডী স্কুল এন্ড কলেজ শাখা বিলুপ্ত ঘোষণা করা হয়। এর আগে ইউনিয়ন ছাত্রলীগের ৬টি কমিটি ও ২টি কলেজ কমিটিও বিলুপ্ত করা হয়েছিল।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দকী কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সংগঠনের গতিশীলতা আনতে উপজেলা ছাত্রলীগের ইউনিট কমিটি বিলুপ্ত করা হয়েছে। এসব ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শীঘ্রই নতুন কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকোভিডে অসুস্থতার ঝুঁকি দ্বিগুণ করে এমন জিন শনাক্ত
পরবর্তী নিবন্ধবিয়ের ১০ দিন আগেই সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু