পটিয়ায় ছাতা প্রতীকের পক্ষে গণসংযোগ

| মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১২ (পটিয়া) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের এলডিপির মনোনীত প্রার্থী এম এয়াকুব আলীর পক্ষে মাঠে নেমেছে জোটের সর্বস্তরের নেতাকর্মীরা।

গতকাল সোমবার বিকেলে পটিয়া পৌরসভার মুন্সেফ বাজার, থানা হাট, আদালত রোড ও খাসমহল রোড এলাকায় ছাতা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে নেতাকর্মীরা ভোটারদের উদ্দেশে বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি পটিয়ার ভাগ্য পরিবর্তনের নির্বাচন। দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা আর উন্নয়নবঞ্চিত পটিয়াকে নতুন পথে এগিয়ে নিতে হলে প্রয়োজন সৎ, সাহসী ও দেশপ্রেমিক নেতৃত্ব। এম এয়াকুব আলী সেই নেতৃত্ব, যিনি রাজনীতিকে ব্যবসা নয়, মানুষের সেবা হিসেবে দেখেন। পথসভায় বক্তারা বলেন, ক্ষমতা নয়, এয়াকুব আলীর রাজনীতির লক্ষ্য মানুষের অধিকার প্রতিষ্ঠা। তিনি সংসদে গেলে পটিয়ার প্রতিটি গ্রাম, প্রতিটি মহল্লায় উন্নয়নের ছোঁয়া লাগবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও তরুণদের কর্মসংস্থানে তিনি বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন। গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ মনছুর আলম, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক নাদের জামান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক আবদুর রশিদ, পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন, কবির আহমদ সওদাগর, আবদুল কাদের, নুরুল আলম, মো. ছৈয়দসহ এলডিপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাত ও ভোটের অধিকার নিশ্চিতে মোমবাতি মার্কায় ভোট দিন
পরবর্তী নিবন্ধইনসানিয়াত বিপ্লবের চট্টগ্রাম-৯ আসনে নির্বাচনী প্রচারণা