পটিয়ায় চুলার আগুনে পুড়ল ৮ বসতঘর

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

পটিয়ার চুলার আগুনে পুড়ল ৮ বসতঘর। উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বাণীগ্রাম হাজিরপাড়ায় গতকাল সোমবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে মুহাম্মদ শুক্কুর সওদাগরের বসতবাড়ির একটি ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ৮টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এরপর স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ঘরে থাকা আসবাবপত্র, পোশাক, নগদ টাকা ও মূল্যবান সামগ্রীসহ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজেশ বড়ুয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ৮ জনের বসতঘর সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ভারতীয় শাড়িসহ ২ চোরাকারবারি আটক, পালিয়েছে একজন
পরবর্তী নিবন্ধচবি শিবিরের কোরআন বিতরণ কর্মসূচি