পটিয়া থেকে চুরি হওয়া একটি সিএনজি টেক্সি চুরির মাত্র ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. আলী (২৯)। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার সংলগ্ন পেছনের সড়ক থেকে একটি সিএনজি টেক্সি চুরি হয়। ঘটনার পর টেঙিটির মালিক পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পটিয়া থানার এসআই আবদুল হান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাতেই বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে চুরি হওয়া টেঙিটি উদ্ধার করা হয়। এ সময় চোর চক্রের সদস্য মো. আলীকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।












