চট্টগ্রামের পটিয়ায় চালককে অজ্ঞান করে দিনে দুপুরে অটোরিক্সা (টমটম) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভ্যন্তরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। রিকশা চালক মো: ফোরকান (৪০) কে পটিয়া হাসপতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার কচুয়ায় ইউনিয়নের শাহ আলমের পুত্র।
জানা গেছে, ফোরকানের রিকশা মলম পার্টির কয়েকজন দুপুরে ভাড়া নিয়ে পটিয়ায় যায়। এক পর্যায়ে চালককে হাসপতালে যাওয়ার কথা বলে পিছনে নিয়ে নাকে মুখে মলম লাগিয়ে দেয়। এসময় অজ্ঞান হলে ছিনতাইকারীরা তার রিকশাটি পালিয়ে যায়।
পরে স্থানীয় কিছু ব্যক্তি তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে থেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
রিকশা চালকের ঘনিষ্ট আত্মীয় আলমগীর জানিয়েছেন, রিকশা ভাড়া করে হাসপাতালের পিছনে নিয়ে অজ্ঞান করে রিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।
পটিয়া হাসপতালের জরুরি বিভাগের ডাক্তার সুচিতা দেব জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া একব্যক্তিকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।