পটিয়ায় চার একর জমিতে গড়ে উঠবে ইঞ্জিনিয়ারিং কলেজ

সম্ভাব্য জায়গা পরিদর্শন করলেন খলিলুর রহমানসহ উদ্যোক্তারা

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১০:৪০ পূর্বাহ্ণ

পটিয়ায় প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে একটি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার জিরি ইউনিয়নে কয়েকজন শিল্প উদ্যোক্তার উপস্থিতিতে এ উপলক্ষে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার পর প্রস্তাবিত জায়গাও পরিদর্শন করেন উদ্যোক্তারা। কারিগরি দক্ষতা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চার একর জমিতে এই কলেজটি গড়ে তোলা হবে বলে জানান তারা। জিরি খলিল মীর কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় বক্তব্য দেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি খলিলুর রহমান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক, মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম, গাফফার নাহার ট্রাস্টের চেয়ারম্যান শামসুল আলম। সভায় অন্যদের মধ্যে খলিল মীর কলেজের অধ্যক্ষ মিজবাউল হক, এবিটস সভাপতি ইদ্রিচ চৌধুরী অপু, ব্যবসায়ী সাইফুল ইসলাম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আরিফুর রহমান সুমন, মোহাম্মদ ফোরকান, কুসুমপুরার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর।

এ বিষয়ে জানতে চাইলে শিল্পপতি খলিলুর রহমান বলেন, একটা দেশ শুধু শিল্প দিয়ে উন্নত হয় না, টেকসই উন্নয়ন আসে শিক্ষা ও দক্ষতা দিয়ে। তেমনই একটি ভিশনের নাম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি অনুমোদন, অবকাঠামো নির্মাণ ও কোর্স পরিকল্পনার আনুষ্ঠানিকতার নানা প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে। স্থানীয়রা জানান, পটিয়া ও দক্ষিণ চট্টগ্রামের অনেক শিক্ষার্থী এখনো ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে শহর বা অন্য জেলায় যেতে বাধ্য হন। অভিভাবকদের আর্থিকমানসিক চাপও কম নয়। নতুন এই কলেজ চালু হলে সেই চাপে অনেকটাই স্বস্তি আসবে।

কুসুমপুরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, উচ্চ শিক্ষাকে মানুষের দোরগোড়ায় আনার লক্ষ্যে শিল্পপতি খলিলুর রহমান বহুদিন ধরেই দক্ষিণ চট্টগ্রামে প্রযুক্তিনির্ভর কারিগরি শিক্ষার অভাব অনুভব করছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমসজিদে ক্ষমা চেয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দিলেন রাঙ্গুনিয়ার ‘জলইক্যা’
পরবর্তী নিবন্ধভুয়া আইডি থেকে খসরু ও সরওয়ার জামাল নিজামকে নিয়ে অপপ্রচার