পটিয়ায় একটি বহুতল ভবনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরের দল রাতের আঁধারে ঘরের দরজার লক ভেঙে প্রায় সাড়ে ১৫ লক্ষ টাকার স্বর্ণালংকার, নগদ ৯ হাজার টাকাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ৪টার মধ্যে পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের সবজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পটিয়া থানায় গতকাল রবিবার বিকেলে একটি অভিযোগ দায়েরর পর সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুরি হওয়া ভবনটি নুরুল আলম ও সেকান্দারের মালিকানাধীন। ওই বাড়িতে বাস করেন তাঁর ছোট ভাই মো. সেকান্দর হোসেন ও তাঁর পরিবার। ঘটনার সময় পরিবারের সবাই কক্সবাজারে অবস্থান করছিলেন।
গৃহকর্তা মো. সেকান্দর বলেন, আমি পরিবারকে কক্সবাজারে রেখে শনিবার রাত আড়াইটার দিকে বাড়িতে ফিরে দেখি প্রধান দরজার লক ভাঙা এবং ঘরে পোড়া গন্ধ। পরে দেখি, দরজার তালা গ্যাসের সাহায্যে পুড়িয়ে ভাঙা হয়েছে।
তিনি বলেন, আলমারি থেকে সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার, প্রায় ১৫টি মূল্যবান পরিধেয় পোশাক ও আরও কিছু সামগ্রী চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।