ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধ মিটিয়ে ধানের শীষের পক্ষে একাট্টা হচ্ছেন নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে তারা একাধিক গ্রুপ, উপ গ্রুপে বিভক্তি থাকলেও নির্বাচনে ঘিরে অভ্যন্তরীণ বিরোধ ও দূরত্ব ভুলে এক মঞ্চে মিলিত হয়েছেন পটিয়ার বিএনপির চার নেতা। দীর্ঘদিন ধরে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনামের সাথে স্থানীয় বিএনপির শীর্ষ কয়েকজন নেতার বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে দলীয় বিভিন্ন কর্মসূচিগুলো পৃথক পৃথক প্লাটফর্ম থেকে পরিচালিত হচ্ছিল। এবার জাতীয় নির্বাচনকে সামনে রেখে সে বিরোধ মিটিয়ে তাদের সাপে–নেউলে সম্পর্কে যেন বরফ গলছে। এবার ধানের শীষের বিজয়ে একমঞ্চে মিলিত হয়েছেন চার নেতা।
অনুষ্ঠানে এ চার নেতা ছাড়াও তাদের শত শত অনুসারী উপস্থিত ছিলেন। তারাও একই সুরে সকল বিরোধ ও দ্বন্দ্ব ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এনামুল হক এনামের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন। এসময় বিএনপির চার নেতা ও মনোনয়ন প্রত্যাশীরা এনামুল হক এনামের হাতে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান। গতকাল বুধবার পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মেজবান এবং মতবিনিময় সভায় একই মঞ্চে মিলিত বিএনপি মনোনীত এমপি প্রার্থী এনামুল হক এনাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, সাইফুদ্দীন সালাম মিঠু ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ।
এদিকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ নিয়েছেন বিএনপির দলীয় সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলও।
এদিকে গত ৫ জানুয়ারি বিকাল ৪টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েলের চান্দগাঁও বাসভবনে অনুষ্ঠিত এক সভায় তিনি দলীয় নেতাকর্মীদের বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনামকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে নির্দেশনা দেন। এ সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরী সাধারণ সম্পাদক আবদুল মোনাফ, জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক, চেয়ারম্যান জসিম উদ্দিন মাস্টার, সাহাব উদ্দীন খোকন, শফিউল আযম জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার হোসেন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজী মোহাম্মদ মনির, পৌরসভা কৃষক দলের সাবেক সদস্য সচিব মনছুর আমিরীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন সালাম মিঠু বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের রাজনীতি করি। আমাদের ভিতর রাজনৈতিক প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিহিংসা নাই। দেশ ও দলের স্বার্থে যে কোনো সময় যে কোনো মুহূর্তে দলের পক্ষে সর্বোচ্চ উজাড় করে দিয়ে কাজ করার মনমানসিকতা আমাদের আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১২ পটিয়া আসনে ধানের শীষের প্রার্থী এনামুল হক এনাম ভাইকে বিজয়ী করতে আমরা সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবো।












