পটিয়ায় গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ৬:১৫ পূর্বাহ্ণ

পটিয়ায় রিজনসি ক্লাব গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে আলোকন হাটহাজারী কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
১৫ ওভারের খেলায় প্রথমে ব্যাট করে আলোকন হাটহাজারী ক্রিকেট দল। তারা সব উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। জবাবে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের কপিল উদ্দিনকে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য জমির উদ্দিন বুলুর উদ্বোধনী বক্তব্য শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ। বক্তব্য রাখেন জি.কে.এম. পিয়ারু, তৌহিদুল ইসলাম, পুলক চৌধুরী, বোরহান উদ্দিন, জসিম উদ্দিন, আসাদুজ্জামান আসাদ, আবুল হোসেন। এ টুর্নামেন্টে ২৪টি ক্রিকেট দল অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধবেতন স্কেল ৯ম গ্রেডে উন্নীত করার দাবি
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে মুজিব শতবর্ষ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন