পটিয়ায় গার্ডরেলসহ ৮ চোর গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি

| সোমবার , ১২ জুন, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ স্থাপিত গার্ডরেল চুরির ঘটনায় ৩ লাখ টাকার চোরাই ছোটবড় এ্যালুমিনিয়ামের তৈরী গার্ডরেলসহ ৮ চোরকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুুলিশ। গত শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল রবিবার সকালে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ পটিয়া সড়ক উপ বিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কেলিশহর ইউনিয়নের খিল্লাপাড়া এলাকার মৃত আহম্মদুর রহমানের পুত্র মো. নজরুল ইসলাম (৫২), জঙ্গলখাইন ইউনিয়নের আহম্মদুর রহমানের বাড়ির মৃত সুলতান আহমদের পুত্র ফারুক আহম্মদ ফারুক (৫৪), পৌরসদরের আল্লাই কাগজীপাড়া এলাকার মৃত আহম্মদুর রহমানের পুত্র মো. দিদারুল আলম (২২), একই এলাকার হক সাহেবের বাড়ির মো. নাছিরের পুত্র মো. সজিব (২২), জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের পুত্র মো. সেলিম (৪৮), পৌরসদরের আল্লাই কাগজীপাড়া এলাকার হক সাহেবের বাড়ির মৃত আবদুল গফুরের পুত্র মোঃ শহিদুল ইসলাম (২৮), ফিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার জয় বাংলা হাওলাদার বাড়ির মৃত রুহুল আমিন হাওলাদারের পুত্র মোঃ রিয়াজ (২১) ও ভোলা জেলার লাল মোহন পৌরসভার মো: আইয়ুব আলীর পুত্র মোঃ নুরুন্নবী (২৪)। জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, এ্যালুমিনিয়ামের তৈরী গার্ডরেলগুলো সড়ক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের বিভিন্ন পয়েন্ট থেকে চুরি হয়। এ গার্ডরেলের কারণে দুর্ঘটনাকবলিত গাড়ীগুলো রাস্তা থেকে গভীর খাদে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। এর কারণে যাত্রীদের প্রাণহানিসহ বড় দুর্ঘটনা থেকে গার্ডরেলগুলো সুরক্ষা দেয়। তাই সবার উচিত এ ব্যাপারে সচেতন হওয়া। যাতে এগুলো চুরি বা ক্ষতি থেকে রক্ষা পায়। পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩লক্ষ টাকা মূল্যের এ গার্ডরেলসহ ৮ পেশাদার চোরকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ
পরবর্তী নিবন্ধগাউছুল আজম মাইজভাণ্ডারীর চান্দ্রবার্ষিকী ওরশ উপলক্ষে সভা