পটিয়ায় রাতের আঁধারে রাস্তার পাশ থেকে কয়েক লক্ষ টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। প্রশাসনের অনুমতি না নিয়ে রাস্তার পাশ থেকে মেহগণিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেয়া হয়। গত শনিবার রাতে পৌরসভার সুচক্রদন্ডী গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় স্থানীয় বরুণ কান্তি বিশ্বাস বাদী হয়ে পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রূপক সেনসহ ৪ জনের বিরুদ্ধে পটিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, উক্ত জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গাছ কাটার সময় বাধা দিতে গেলে টিপু বিশ্বাস (৩০) নামের একজনকে মারধর করারও অভিযোগ রয়েছে। মো. ইউছুপ, ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, মো. আরব মিয়া ও গনেশ দাশের বিরুদ্ধে গতকাল বুধবার পটিয়া থানায় একটি অভিযোগ করা হয়।
মো. ইউছুপ জানিয়েছেন, সুচক্রদন্ডী এলাকায় তিনি স্থানীয় কাউন্সিলরের ওয়ারিশ এবং বরুণ বিশ্বাসসহ তার ভাইদের কাছ থেকে বেশ কিছু জায়গা খরিদ করেন। তার খরিদকৃত জায়গার উপর পৌর কর্তৃপক্ষ স্থানীয়দের চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণ করেন। ওই রাস্তার পাশ থেকে গাছ কেটেছেন। তবে গাছ কাটার ক্ষেত্রে অনুমতি নেয়ার বিষয়টি তাঁর জানা ছিল না।
পটিয়া পৌরসভার কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন বলেন, যেখান থেকে গাছ কাটা হয়েছে তা পৌরসভার জায়গা নয়। এটি মূলত ব্যক্তি মালিকানাধীন জায়গা। এই জায়গা নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধে আমাকে জড়িয়ে হয়রানি করার অপচেষ্টা করা হচ্ছে। বিরোধীয় জমিগুলো জনৈক ইউছুপ কিনে নিয়েছেন। ইউছুপ মুলত তার জমির উপর থেকে গাছগুলো কেটে নিয়েছেন।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, গাছ কাটা সংক্রান্ত ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে এর সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।