পটিয়া পৌরসভার বাহুলীস্থ গাউসিয়া মঞ্জিলে পীরানে পীর দস্তগীর গাউসুল আজম দস্তগীরের (র.) স্মরণে ৩৩তম ওরসে গাউসে পাক (র.) গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। ওরসে গাউসে পাক (র.) এর আয়োজক মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সমাজসেবক কাজী মুহাম্মদ নাসির উদ্দীন, পটিয়ার আওয়ামী লীগের মেয়র প্রার্থী আইয়ুব বাবুল, ইসলামী ফ্রন্টের প্রার্থী আলী হোসেন, কাজী সোলেমান চৌধুরী, কাজী মুহাম্মদ আব্দুল হামিদ, কাজী মুহাম্মদ আবদুস সহিদ ও মাওলানা হাফেজ কাজী মুহাম্মদ আবদুল খালেক। পরবর্তীতে খতমে কোরআন শরীফ, খতমে সহীহ বোখারী শরীফ, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসল (দ.), খতমে গাউসিয়া শরীফ, ওয়াজ মাহফিল, মিলাদ কিয়াম, আখেরী মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।