পটিয়ায় গরম পানিতে ঝলসে দেওয়া হলো নারীকে, চমেকে ভর্তি

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৩৯ অপরাহ্ণ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়ায় গরম পানিতে ঝলসে দেওয়া হলো এক নারীকে। আহত আমেনা খাতুন (৫০) কে পটিয়া হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ছগির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ছগির মার্কেট এলাকায় একটি চলাচলের পথে কংক্রিট রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের বাকবিতন্ডা হয়। এসময় একই এলাকার প্রতিপক্ষের লোক আমেনা খাতুনকে গরম পানিতে শরীর ঝলসে দেন।

এ সময় দু’পক্ষের মধ্যে মারামারি হয়। মুমুর্ষ অবস্থায় আমেনা খাতুনকে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।

আমেনা খাতুনের পুত্র মোহাম্মদ আসাদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার মাকে প্রতিপক্ষের লোকজন গরম পানি ঢেলে পুরো শরীর ক্ষত করেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬ তলায় আমার মা ভর্তি রয়েছে। তার শরীরের অধিকাংশ পুড়ে গেছে।

পটিয়া থানার ওসি মো: নুরুজ্জামান জানান, রাতে ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধরামুতে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ কারবারি আটক
পরবর্তী নিবন্ধপ্রেমের বিয়ে, ৮ মাসের শিশু রেখে স্ত্রীকে জবাই স্বামীর