পটিয়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৯:৪০ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জম্মদিন উপলক্ষে পটিয়ায় দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম অনুসারীদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কলেজ গেইটস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলম, সাবেক মেয়র নুরুল ইসলাম, জেলা বিএনপি নেতার সাবেক নেতা মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, বিএনপি নেতা তৌহিদুল আলম তৌহিদ, আবদুল মাবুদ, মোহাম্মদ ইসমাইল, দিদারুল আলম, মোহাম্মদ কামাল, মাহাবুবুর রহমান(মাবু), যুবদল নেতা শাহজাহান চৌধুরী, আল রাইহান সোহেল, মফিজ উদ্দীন, জাসাস নেতা নাছির উদ্দীন, মীর জাকের হোসেন, আলমগীর, মীর সাইফু, মোরশেদুল আলম ইমন, আবদুল খালেক, এস এম নয়ন, শাহাদাৎ হোসেন, মো: রাসেল, কামরুল, ইমরান, আলী, শহিদ, জয় সেন কাইছার, নয়ন সহ বিএনপির অঙ্গ ও সংযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় বিএনপির স্মরণসভা ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধবিতর্কের মাধ্যমে যুক্তিবাদী সমাজ গড়তে হবে : মেয়র