পটিয়ায় রিক্সা চাপায় হাবিবা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হাবিবা বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়া এলাকার আব্দুর রহিমের কন্যা।
আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পটিয়া পৌর সদরের কাগজী পাড়া এলাকায় খালার বাড়িতে বেড়াতে এসে রিক্সার নিচে চাপা পড়ে মারা যায় হাবিবা।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার সাইমুনা আকতার জানান, হাবিবা নামে ঐ শিশুকে মেডিকেলে আনা হয় তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহতের মামা মোঃ জাবেদ জানান, মেডিকেলে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তার দাপন কাফনের কাজ চলছে।