পটিয়া উপজেলার ধলঘাট ও দক্ষিণ ভূর্ষিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের ঘর নির্মাণে ঢেউটিন নিয়ে সহযোগিতার হাত বাড়ালো সাহিত্য বিশারদ স্মৃতি সংসদ। গতকাল বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সদস্যদের মাঝে এসব ঢেউটিন তুলে দেয়া হয়। টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্য বিশারদ স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা প্রদীপ বিশ্বাস। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাইফুল্লাহ্ পলাশ। সংঠনের সাধারণ সম্পাদক বাবলু চৌধুরীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন উত্তম কুমার ভট্টাচার্য্য, সোহেল মুহাম্মদ নিজাম উদ্দিন, বাহাদুর, প্রবাল চৌধুরী, ক্লোরেল বিশ্বাস বাবু, রনি দে, এডভোকেট বাপ্পা ঘোষ, সাইফুল ইসলাম বিপু, রকি সেন, মাকসুদুর রহমান, রোকন উদ্দীন, রাসেল সেন, সাজ্জাদ হোসেন আজাদ, গিয়াজ উদ্দিন ফরহাদ, উৎস দে, অপু চক্রবর্ত্তী, অপু দে, তম্ময় দে, বিপু বিশ্বাস, মো. রাসেল।