পটিয়ার সূর্যতরুণ ক্লাবের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে গত শুক্রবার। পৌরসদরের মুন্সেফবাজারস্থ স্থানীয় মাঠে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় তরুন সিক্সার ৬ উইকেটে সরদার পাড়া ফাইটার্সকে পরাজিত করে শুভ সুচনা করে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ক্লাবের সভাপতি ও সাবেক কৃতি ক্রিকেটার শাহ আলম খোকনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: এমদাদুল হাসান।
উদ্বোধক ছিলেন বিশিষ্ট ক্রিড়া সংগঠক ও মিডিয়া ব্যক্তিত্ব বোরহান উদ্দীন। মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া ক্রিকেট একাডেমির সভাপতি ও ক্রীড়া সংগঠক মো: শাহরিয়ার শাহজাহান, দৈনিক আজাদী পটিয়া–কর্ণফুলী প্রতিনিধি সাংবাদিক শফিউল আজম, সূর্যতরুণ ক্লাবের সাবেক কৃতি খেলোয়াড় মো. ইশতিয়াক বিন কালাম, ব্যংকার রবিউল হোসেন। এবার শুধুমাত্র নিজেদের খেলোয়াড়দের নিয়ে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলোয়াড়রা চারটি দলে ভাগ হয়ে খেলবে।