পটিয়ায় কৃষকের আত্মহত্যা

স্ত্রীর সঙ্গে অভিমান

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৫ জুন, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

স্ত্রীর সাথে অভিমান করে পটিয়ায় সমীর দাশ (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। উপজেলার ধলঘাট ইউনিয়নের দাশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সমীর ওই এলাকার মনোরঞ্জন দাশের পুত্র। গতকাল শুক্রবার দুপুর ১টায় পুলিশ ঘরের চাল কেটে ভিতরে ঢুকে কৃষকের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
নিহতের স্ত্রী ও ২ পুত্র সন্তান রয়েছে। জানা গেছে, ঘটনার আগের দিন সমীরের সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে চলে যায় তার স্ত্রী। এতে ক্ষুব্ধ হয়ে পরদিন সকাল ৯টার দিকে সমীর আত্মহত্যা করে। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৫০ শয্যার আলাদা ডায়ালাইসিস সেন্টার হচ্ছে চমেক হাসপাতালে
পরবর্তী নিবন্ধবিয়ে নিয়ে মালালার বক্তব্যে তোলপাড়