কিরিচ দিয়ে কুপিয়ে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের সাইদার গ্রামে এক যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন করা হয়েছে। তার নাম নেজাম উদ্দিন প্রকাশ মধু (২৮)। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। গত শুক্রবার রাতে সাইদার চুন্না মিঞা হাজী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। মধুকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ পিতা আবদুস শুক্কুর (৬৮) ও তার মা রিজিয়া বেগমও (৫৫) রক্তাক্ত হয়েছেন। গত শনিবার রাতে কিশোর গ্যাংয়ের সদস্য মো. সোহেলসহ ৭ জনের বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলা রেকর্ড হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জিরি ইউনিয়নের সাইদার গ্রামে দীর্ঘদিন ধরে সোহেলের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপ সক্রিয়। তারা বিভিন্ন সময় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় তান্ডব চালান। পূর্ব শত্রুতার জের ধরে কিশোর গ্যাং চক্রের সদস্য সোহেলের নেতৃত্বে সন্ত্রাসীরা মধুকে কুপিয়ে হাতের কব্জি কেটে নেন। ঘটনার পর স্থানীয় লোকজন মধুকে উদ্ধার করে চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, যুবকের হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা।










