পটিয়ায় কিশোর গ্যাং সদস্য হৃদয় ধরাছোঁয়ার বাইরে

অস্ত্র উদ্ধারের ঘটনায় দুই মামলা

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৬:৩৬ পূর্বাহ্ণ

পটিয়ায় অস্ত্র উঁচিয়ে টাকা ছিনতাই ও অস্ত্র ও ছিনতাইয়ের দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলায় সেই কিশোর গ্যাং সদস্য হৃদয়কে প্রধান করে ৫/৬ জনকে আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অস্ত্র আইনে পটিয়া থানার এসআই রিয়াজ উদ্দিন বাদি হয়ে অস্ত্র আইনে ও অপরদিকে রিঙাচালকের কাছ থেকে অস্ত্র উঁচিয়ে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় রিক্সাচালক কামাল হোসেন বাদি হয়ে টাকা ছিনতাই চেষ্টার পৃথক মামলা দায়ের করা হয়। এদিকে ঘটনার একদিন পরও সেই কিশোর গ্যাং সদস্য হৃদয় এখনো ধরাছোঁয়ার বাইরে। বিভিন্ন জায়গায় অভিযান চালালেও তার অবস্থান নিশ্চিত বা তাকে ধরতে পারেনি পুলিশ। হৃদয় পৌরসদরের ৭নং ওয়ার্ড কামাল বাজারস্থ আমিনুল ইসলাম প্রকাশ মোটা আমিনের ছেলে। বুধবার সকালে পটিয়া পৌর সদরের ৭ নং ওয়ার্ডে দফাদার কলোনির একটি বস্তিতে রিকশাচালক কামাল হোসেন থেকে অস্ত্র উঁচিয়ে টাকা ছিনতাই করতে যায়। এসময় বস্তিবাসীর ধাওয়া খেয়ে একটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদ রেখে পালিয়ে যায় কিশোর গ্যাং সদস্য হৃদয়। পরে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হৃদয় ব্রাম্মণবাড়িয়া জেলার আমিন প্রকাশ মোটা আমিনের পুত্র। বর্তমানে সে পরিবারের সাথে ৮নং ওয়ার্ডের কামাল বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছে। তারা দীর্ঘ কয়েক বছর ধরে পটিয়ায় অবস্থান করে আসছে। হৃদয় প্রায় বস্তিতে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতেন বলে এলাকাবাসী জানান।

পূর্ববর্তী নিবন্ধলায়ন এম এস আলমের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর আদর্শে দেশকে আরও এগিয়ে নেয়ার আহ্বান