পটিয়ায় কিশোরের আত্মহত্যা

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ৯:১৯ পূর্বাহ্ণ

পটিয়ায় পিতা-মাতার সাথে অভিমানের জের ধরে এক কিশোর আত্মহত্যা করেছে। তার নাম মোহাম্মদ হাসান (১৫)। সে কুমিল্লা জেলার চান্দিনা এলাকার আবদুল মতিনের ছেলে। তার পিতা পটিয়ায় বিভিন্ন দিনমজুরের কাজ করেন এবং মাতা পোশাক শ্রমিক। মতিনের পরিবার কর্মসূত্রে পটিয়ায় বসবাস করে আসছিল। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে পূর্ব হাইদগাঁও ভাঙাপুল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় নিবাসী মো. সেলিম জানান, নিহত হাসানের পিতা দিনমজুর ও মা পটিয়ায় একটি গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করে। তারা এক ভাই এক বোন। হাসান স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছিল। বেশ কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে পিতা-মাতার মান অভিমান চলে আসছিল। এর জের ধরে সে আত্মহত্যা করেছে। পুলিশ জানায়, মা ও বাবার সঙ্গে প্রায় সময় নিহত কিশোর ঝগড়া করতো। শুক্রবার সকালে ঘরের একটি খুঁটির সঙ্গে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, তাদের পারিবারিক কলহের জের ধরে কিশোর হাসান আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচসিকের দুই উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মেয়র
পরবর্তী নিবন্ধখালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন