পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থা। গতকাল রোববার দিনের দ্বিতীয় খেলায় কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থা ২-১ গোলে শক্তিশালী আনোয়ারা বখতিয়ার সোসাইটিকে হারায়। এদিকে দিনের প্রথম খেলায় লোহাগাড়া স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হাটহাজারী ফরহাদাবাদ এফ সি’কে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। খেলা শেষে ম্যান অব দা ম্যাচের পুরস্কার লাভ করেন লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের মো. পারভেজ ও কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থার মোহাম্মদ সোহেল। খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এবিটস ট্রাস্টের সচিব কুতুব উদ্দিন রানা।