পটিয়ায় এনামের নেতৃত্বে বিজয় মিছিল

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

পটিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনামের নেতৃত্বে বিজয় মিছিলে হাজারো নেতাকর্মীর ঢল নেমেছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে পটিয়া সরকারী কলেজ গেইটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে পটিয়া উপজেলা, পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পটিয়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে চট্টগ্রামকঙবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কের ইন্দ্রপুল এলাকায় গিয়ে শেষ হয়। আনন্দে ভাসা নেতাকর্মীরা ঢাকঢোল পিটিয়ে ও ঢোল তবলার তালে তালে নেছে গেয়ে পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপূর্বে পটিয়ায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দুপুর দেড়টা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল স্লোগান দিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করে। ৪টায় নির্ধারিত আনন্দ মিছিলের সময় থাকলেও বিকেল ৩টার মধ্যেই মহাসড়ক ও দলীয় কার্যালয়ের সামনে মিছিল সহকারে হাজার হাজার নেতাকর্মী এসে মিলিত হয়।

আনন্দ মিছিল পূর্ব সমাবেশে এনামুল হক এনাম বলেন, ফ্যাসিষ্ট হাসিনাকে উৎখাত করে দেশের জনগণ একটি অবাধ সুষ্ট ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দিন তারিখ ঘোষণা করে জাতির সেই আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে হবে। বিজয় মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম। এসময় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, শফিকুল ইসলাম চেয়ারম্যান, মঈনুল আলম ছোটন, সাইফুদ্দিন আহম্মেদ, তৌহিদুল আলম, আব্দুল মাবুদ, কামাল উদ্দিন, আবুল কাসেম, মোজাম্মেল হক চৌধুরী, শাহাজান চৌধুরী, ইসমাইল মেম্বার, নাছির উদ্দীন, ইয়াছিন আরফাত, অহিদুল আলম চৌধুরী পিবলু, হাবিবুর রহমান রিপন, হামিদুর রহমান পিয়ারু, এস এম রেজা রিপন, এস এম হোসেন নয়ন, শাহাদাত হোসেন, ওবায়দুল হক রিকু, জাহেদ হোসেন, মাহবুব আলম পারভেজ, মিজানুর রহমান মায়া, বুলবুল আহমেদ নান্নু, আলমগীর আলম, শরীফ উদ্দিন চৌধুরী, জাবেদ চৌধুরী, আক্তারুজ্জামান বাবলু, ফোরকান বাবু, আবু নোমান চৌধুরী লিটন, কামরুল হাসান রুবেল, মামুনুর রশীদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক তুহিন হত্যা: কে এই গোলাপী, কী কারণে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক সমালোচনা প্রত্যাখ্যান ইসরায়েলের