পটিয়ায় এড. মখলেছুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৩৮ পূর্বাহ্ণ

পটিয়ায় সবুজ ছায়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ২য় বারের মত আয়োজিত মরহুম এডভোকেট মখলেছুর রহমান স্মৃতি অলিম্পিক অল নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জমির স্পোর্টিং ক্লাব। গত শুক্রবার রাতে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় জমির স্পোর্টিং ক্লাব এবং মরহুম আইয়ুব আলী স্মৃতি ফুটবল একাদশের মধ্যেকার নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্যভাবে ড্র হয়। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। এতে আইয়ুব আলী স্মৃতি ফুটবল একাদশকে ৪২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জমির স্পোর্টিং ফুটবল একাদশ। খেলায় ম্যান অব দা ম্যাচ পুরস্কার লাভ করেন জমির স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ শহিদ, সেরা খেলোয়াড় নির্বাচিত হয় একই ক্লাবের মোহাম্মদ ফাহিম, সেরা গোলরক্ষক হন মো. আজমীর। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সবুজ ছায়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মোগলেরহাট প্রিমিয়ার লিগ সম্পন্ন
পরবর্তী নিবন্ধমহানগরী কিশোর ফুটবলের ফলাফল