পটিয়ায় একতা আবাসিকের জলাবদ্ধতা সমাধান করলেন পৌর মেয়র

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৫ আগস্ট, ২০২৩ at ১০:৫৮ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার একতা আবাসিকের জলাবদ্ধতার তাৎক্ষণিক সমাধান করলেন পৌরসভার মেয়র আইয়ুব বাবুল। গত দুইদিনের ভারী বর্ষণে একতা আবাসিকের শতাধিক পরিবার জলবদ্ধ হয়ে পড়ে। গতকাল শুক্রবার সকালে তা জানতে পেরে তাৎক্ষণিক পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে তিনি জলাবদ্ধতার সমাধান করেন।

এ সময় মেয়র জানান, একতা আবাসিকে যত্রতত্র বিল্ডিং করায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে থাকে। এ কারণে উক্ত স্থানে সরজমিনে গিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। এ সময় তিনি ৩ দিনের মধ্যে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের জন্য ভবন মালিকদের চিঠি দিতে পৌরসভার ইঞ্জিনিয়ার বিভাগকে নির্দেশনা দেন এবং জলবদ্ধতা নিরসনের জন্য তাৎক্ষণিকভাবে পানি চলাচলের ব্যবস্থা করে দেন।

তিনি বলেন, জলাবদ্ধতার সমাধান শুধুমাত্র পৌরকর্তৃপক্ষের একার পক্ষে সম্ভব নয়। তার জন্য পৌরবাসী ও প্রতিটি নাগরিকের সদিচ্ছা ও আন্তরিকতার দরকার। যত্রতত্র ময়লা আবর্জনা ও পলিথিন ফেলে নালা ও কালভার্ট ভরাটের কারণে এবং পৌরসভার বিল্ডিং কোড অমান্য করা বর্ষা মৌসুমে জলাবদ্ধতার অন্যতম কারণ। এ বিষয়ে নাগরিকদের সচেতন হতে হবে, তেমনিভাবে পৌর নির্দেশনা বা আইন মান্য করার সাথে সাথে বাস্তবায়নে আন্তরিক হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধদেশের মানুষ শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে পেতে চায়
পরবর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে পাঁচলাইশ থানা আবাসিক এলাকায় র‌্যালি