পটিয়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল

| শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি। বুধবার বিকেলে পটিয়া মডেল মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপজেলা ও পৌরসভার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী অংশ নেন। দোয়া মাহফিলের আগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুদ্দীন সালাম মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া, যুগ্ন আহবায়ক রেজাউল করিম নেছার। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম কমিশনার, যুক্তরাষ্ট্রের ষ্টেট সাউথ বিএনপির সভাপতি সৈয়দ মো. কাউছার, বিএনপি নেতা আব্দুল জলিল চৌধুরী, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, জসিম উদ্দিন মাস্টার, আব্দুল মোনাফ, হারুনুর রশিদ চৌধুরী, জিল্লুর রহমান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সহসভাপতি রবিউল হোসেন বাদশা, জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, আবু জাফর চৌধুরী, নুরুল আমিন মধু, দিল মোহাম্মদ, ফরিদুল আলম, নজরুল ইসলাম, মজিবুর রহমান, নুরুল আমিন, ফজলুল কাদের, শফিকুল ইসলাম, গাজী মনির, মনসুর আমিরী, ফরিদুল আলম, জয়নাল আবেদীন, সেলিম জাহাঙ্গীর, শাহাবুদ্দিন খোকন মেম্বার প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন পটিয়া মডেল মসজিদের সহকারী ইমাম মাওলানা ইরফানুল ইসলাম। দোয়া মাহফিলে বিএনপি নেতারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তাঁকে উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা জেলে রেখে পরিকল্পিতভাবে শারীরিক ও মানষিক ভাবে কষ্ট দিয়েছে। বাংলাদেশের গণতন্ত্রকামী কোটি মানুষ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছে। দোয়া মাহফিল শেষে চট্টগ্রাম কঙবাজার মহাসড়কে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন বিএনপির নেতারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহংকংয়ে বহুতল ভবনে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৭৫
পরবর্তী নিবন্ধআল হাস্‌সান ইসলামী সাংস্কৃতিক ফোরামের মাহফিলে যিকরে মুস্তফা (দ.) কাল