পটিয়ায় ইসলামী ফ্রন্ট প্রার্থীর মোমবাতি প্রতীকের গণসংযোগ

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

পটিয়ায় বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কার প্রার্থী ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল মঙ্গলবার ছনহরা এবং ভাটি খাইন ইউনিয়নে জনসংযোগ কালে তিনি সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী এবং বিভিন্ন ধর্মের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও দোয়া কামনা করেন এবং মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভা ও ইউনিয়ন ইসলামী ফ্রন্টের বিভিন্ন নেতৃবৃন্দ। গণসংযোগকালে তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য মোমবাতি প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাড শফি উদ্দিন কবির আবিদের গণসংযোগ
পরবর্তী নিবন্ধজামায়াতের আমিরের নির্বাচনী জনসভা সফল করার আহ্বান