পটিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে ৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় ইলিশ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা ও রঙ মিশ্রিত পোয়া মাছ বিক্রির অভিযোগে অপরজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার বিকেল ৪টায় উপজেলার শান্তির হাট বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার স্বপন চন্দ্র দে’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সহযোগিতা করেন কালারপোল ফাঁড়ির পুলিশ সদস্য ও আনসারদের একটি টিম। পরে জব্দকৃত ৭ কেজি ইলিশ স্থানীয় থানা মহিরা মোহাম্মদীয়া তৈয়বীয়া নুরীয়া দাখিল মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য বিতরণ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুম। ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য এ ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলমান থাকবে। এ সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, সংরক্ষণ, ক্রয় বিক্রয়, বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। পটিয়ার প্রতিটি হাট ও বাজারে এ অভিযান চলমান রয়েছে। এর পূর্বে প্রতিটি বাজারে মাইকিং, লিফলেট বিতরণ ও ব্যানার টাঙিয়ে ব্যবসায়ী ও জনগণের উদ্দেশ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।