পটিয়ার ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ–প্রচার সম্পাদক মহিউদ্দিন মল্ল মিন্টুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া বাসস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া মহিউদ্দিন মল্ল উপজেলার ধলঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল আজিজের নতুন বাড়ি এলাকার এখলাছ মিয়ার ছেলে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি ও পটিয়ার সাবেক এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন বলে জানা গেছে।
এদিকে পৃথক অভিযানে রবিবার রাত ৯টার দিকে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সহ–সভাপতি মো: নুরুল আজিম খান (৩৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার বড়লিয়া ইউনিয়নের পূর্ব পেরলা গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র।