পটিয়ায় আ. লীগ নেতাকে মারধর ১৫ জনের বিচার শুরুর আদেশ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ মে, ২০২৩ at ৭:২২ পূর্বাহ্ণ

পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন গুহকে গাছে বেঁধে মারধরের মামলায় ১৫ আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

১৫ আসামি হলেন বদর উদ্দিন মো. শামীম, মুসফিক উদ্দিন ওয়াসী, রবিউল হোসেন ওরফে রবি, ইন্দ্রজিৎ চৌধুরী, মো. ইকবাল উদ্দিন ওরফে সাকিব, আবদুল হাকিম, রিমন উদ্দিন চৌধরী, আয়ুব আলী চৌধরী ওরফে হিরু, টিটন শীল, মো. রুবেল, মো. সোহেল, মো. করিম মোস্তফা, মো. আসিফ, আ ন ম আবদুল্লাহ ওরফে রানা ও মো. রুবেল। গতকাল চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমি এই আদেশ দেন।

আগামী ২৮ জুলাই থেকে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে জানিয়ে জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে বলেন, মামলার চার্জশিটভুক্ত আসামি মোট ১৭ জন। এর মধ্যে দুজন শিশু হওয়ায় শিশু আদালতে পৃথকভাবে চলছে তাদের বিচার কাজ।আদালত সূত্র জানায়, গত বছরের ২৯ এপ্রিল জিতেন গুহকে গাছে বেঁধে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় তার ছোট ভাই বাদী হয়ে পটিয়া থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলের ব্যানারে নাম না থাকায় মাহফিলস্থলে হামলা হয়। এক পর্যায়ে জিতেন গুহকে গাছে বেঁেধ মারধর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআমার মুক্তিযুদ্ধ
পরবর্তী নিবন্ধধারাবাহিক ‘গোলক ধাঁধা’