পটিয়া আমিরভাণ্ডার দরবার শরীফে গত বৃহস্পতিবার নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে আওলাদে আমিরভাণ্ডারীর (ক.) ছয় পুত্রের সম্মিলিত বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। হযরত মা’ছুম সৈয়্যদ মুহাম্মদ লোকমান হাকিম শাহ্ আমিরী (রহ.) ও তাঁর ছোট পুত্র হযরত শাহ্সূফী আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ হারুন রশিদ শাহ্ আমিরীর (রহ.) স্মরণে ওরশ শরীফ আমির মঞ্জিলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
দেশের দূর–দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ ও আশেকান দরবার পাকে উপস্থিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ওরশ শরীফ উপলক্ষে পবিত্র কোরআন খতম, দোয়া দরুদ, হামদ, নাতে রাসূল (দ.), জিকির আজকার, মাহফিল ও ভান্ডারী সঙ্গীতের আসর অনুষ্ঠিত হয়।
বাদে এশা মিলাদ মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন আমির মঞ্জিলের পীরজাদা শাহ্সূফী সৈয়্যদ মুহাম্মদ শামুন শাহ আমিরী (ম.জি.আ)। প্রেস বিজ্ঞপ্তি।