চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। তারা হিজরতের নামে পার্বত্য চট্টগ্রামের গহিনে সশস্ত্র প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এসব তথ্য জানিয়েছেন।
র্যাবের এ কর্মকর্তা জানান, বুধবার বিকেলে চান্দগাঁও ক্যাম্পের মিডিয়া সেন্টারে চার জঙ্গিকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো হবে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন। এ সময় র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম উপস্থিত থাকবেন।