পটিয়ায় আজ ৫০ হাজার লোকের গণসমাবেশ ও র‌্যালি

প্রধানমন্ত্রীর জন্মদিন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৪৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আজ পটিয়া উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৫০ হাজার লোকের গণসমাবেশ ও র‌্যালীর আয়োজন করা হয়েছে। আজ দুপুর ২টায় পটিয়া হাইস্কুল মাঠে গণসমাবেশ ও র‌্যালীর উদ্বোধন করবেন
জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। উদ্বোধনের পর র‌্যালীটি পটিয়া হাইস্কুল থেকে বের হয়ে পটিয়া বাইপাসে গিয়ে শেষ হবে। প্রধানমন্ত্রীর জন্মদিনে আনন্দর‌্যালীতে পটিয়ার প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ড থেকে আওয়ামী লীগ-অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি নানান শ্রেণী পেশার মানুষ, কৃষক-শ্রমিক-নারী প্রতিনিধিসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সরকারের উন্নয়নের চিত্র সম্বলিত ডিজিটাল ব্যানার ও ব্যান্ডপার্টি নিয়ে অংশ গ্রহণ করবেন।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে শিমুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধইংল্যান্ড আরও অনেক মুসলিম ক্রিকেটার পাবে বললেন মঈন