পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে এক অগ্নিকাণ্ডে ঘরের ভিতরেই পুড়ে অঙ্গার হয়েছেন রিজিয়া বেগম (৬০) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধা। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত ইউছুপ মিঞার স্ত্রী। গত বুধবার রাত আড়াইটার দিকে সংঘটিত এ অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা হলেন মোহাম্মদ রুবেল, মো. বাদশা, ছেনোয়ারা বেগম ও নুরুল আলম। এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মহিরা গ্রামে এক অগ্নিকাণ্ডে ফোরক আহমদের ঘর ভস্মিভূত হয়ে যায়। এতে ফোরক আহমদের দুটি গরু, দুটি ছাগল পুড়ে মারা গেছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ খোরশেদ আলম।
জানা গেছে, উপজেলার জিরি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রুবেল, বাদশাদের বাড়িতে গভীর রাতে রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পর টহল পুলিশের এসআই মো. সায়েমসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু এর আগেই আগুনে রুবেল, বাদশা, ছেনোয়ারা ও নুরুল আলমের ঘরের প্রায় সবকিছুই পুড়ে যায়।
প্রতিবেশী মোহাম্মদ হারুন জানিয়েছেন, রাত অনুমান আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর পরিবারের সবাই ঘর থেকে বের হতে পারলেও প্রায় অন্ধ প্রতিবন্ধী রিজিয়া বেগম বের হতে পারেননি। এক পর্যায়ে তিনি আগুনে পুড়ে অঙ্গার হয়ে যান। ঘটনার দীর্ঘক্ষণ পর আগুন নিভলে ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি করে রিজিয়ার মরদেহ উদ্ধার করে।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, পটিয়ায় পৃথক দুই অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। বৃদ্ধা রিজিয়া বেগম ঘর থেকে বের হতে না পারায় পুড়ে অঙ্গার হয়েছেন। থানা পুলিশের একটি টহল টিম দ্রুত গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে।