পটিয়ায় ডেভিল হান্ট ফেজ–২ বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বশিরুল আলম বাদশাকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি কোলাগাঁও ইউনিয়নের নলান্দা গ্রামের মৃত এজলাস মিয়ার ছেলে এবং ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।
পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তার বশিরুলকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ, ধানমন্ডি ও পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে পটিয়ার কোলাগাঁও মুন্সিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পটিয়া থানার মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়।












