পটিয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মতবিনিময়

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৪ মার্চ, ২০২১ at ৯:২৬ পূর্বাহ্ণ

বৃহত্তর পটিয়ার আওয়ামী লীগের নেতাকর্মীদের এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। পটিয়া পৌর সদরের তালতলা চৌকি এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শিরু বাঙালি, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, অ্যাড. রঞ্জিত মিত্র, মুক্তিযোদ্ধা আবুল বশর, খায়ের আহমেদ, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ আলী, আলী আহমেদ বাবুল, মুজিবুল হক মিরু, ইসমাইল, ওয়াহিদুল্লাহ্‌ কালু, আহমেদ নুর, আলী আকবর সিদ্দিকী প্রমুখ।
মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ বলেন, বর্তমানে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা নানাভাবে অবহেলার শিকার। পটিয়া আওয়ামী লীগ এখন অভিভাবকহীন। ফলে দলের দুঃসময়ের লোকদের জায়গায় জায়গায় অসম্মানিত করা হচ্ছে। দল ছাড়াও পটিয়ায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও ৭১ সালে যুদ্ধ করেনি। ব্যাপারটি সত্যিই পীড়াদায়ক।

পূর্ববর্তী নিবন্ধব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোয়াজ্জেম হোসেনের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধনারী দিবসে নো পাসপোর্ট ভয়েসের ওয়েবিনার