পটিয়ায় মুন্সেফ বাজার এলাকার একটি দোকান থেকে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জোরপূর্বক তুলে নেওয়ার দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ নুরুল আবছার আরজু (২৫)। তিনি মুন্সেফ বাজারস্থ শাহ্ আমানত পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী, ওই এলাকার নুরু মিস্ত্রির পুত্র। গতকাল বুধবার সকাল ৭টার দিকে পটিয়া মুন্সেফ বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। এ সময় মুখোশধারী অপহরণকারীরা তাকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ধলঘাট ইউনিয়নের চন্দ্রকলা সেতু এলাকা থেকে সকাল ৯টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। এ ঘটনায় গতকাল দুপুরে ভিকটিম বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে এবং অপর দুইজনকে অজ্ঞাত আসামি করে পটিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
অপহৃত আরজু বলেন, আমার পকেটে ৪০ হাজার টাকা ছিল। এ টাকাগুলো তারা নিয়ে নেয়। এছাড়া অপহরণকারীরা ৪ লাখ টাকা দাবি করে। তারা আমাকে চোখ মুখ বেঁধে ব্যাপক মারধর করে। ফাহিম নামের একজনকে চিনে ফেলায় আমাকে গুলি করে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল তারা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, অপহরণের শিকার মোহাম্মদ আরজু ইউনিয়ন ব্যাংকে চাকরি করতেন। সমপ্রতি চাকরিচ্যুত হলে তিনি মুন্সেফ বাজারের উত্তর পাশে সুচক্রদণ্ডী রোডের মাথায় একটি মুরগির দোকান দেন। প্রতিদিনের মতো গতকাল সকাল সাড়ে ৬টার দিকে দোকান খোলেন। সকাল ৭টার দিকে ৪–৫ জন মুখোশধারী যুবক অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ী আরজুকে অপহরণ করে নিয়ে যায়। উদ্ধারের পর তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসা দেয়া হয়। তবে তাৎক্ষণিক কোন অপহরণকারীকে ধরতে পারেনি পুলিশ।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, ব্যবসায়ীকে অপহরণ করার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।












