পটিয়ায় অসহায় ১২০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২৫ ডিসেম্বর, ২০২২ at ৮:২৬ পূর্বাহ্ণ

পটিয়ার কাশিয়াইশে নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যোগে ১২০ অসহায় পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও এসব পরিবারের মাঝে বিভিন্ন প্রকার সবজি বীজ বিতরণ করা হয়। গতকাল শনিবার বিকেলে ইউনিয়নের ভান্ডালগাঁও এলাকায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মীর মোহাম্মদ আইয়ুব।

জেলা ছাত্রলীগের কৃষি উপবিষয়ক সম্পাদক আবদুল কাদেরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কুসুমপুরা ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোরশেদ, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইউসুফ খান, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, সদস্য জামাল মাহমুদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পটিয়ায় অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছেন নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চান তারা।

পূর্ববর্তী নিবন্ধজমাদিউস সানি গণনা শুরু কাল থেকে
পরবর্তী নিবন্ধজীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্নাহর বাস্তবায়ন ঘটাতে হবে