পটিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হাজারো অসচ্ছল হতদরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। গতকাল সোমবার ড্যাব চট্টগ্রাম শাখার আয়োজনে স্থানীয় কনভেনশন সেন্টারে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ড্যাবের কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক ডা. নুরুল করিম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১২ পটিয়া আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম। এতে ২৫জন চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন ডা. মো. মিনহাজুল আলম। বাহাদুর খাদেমী ও হাবিবুর রহমান রিপনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা বদরুল খাইর চৌধুরী, খোরশেদুল আলম, মফজল আহমদ চেয়ারম্যান, গাজী আবু তাহের। বক্তব্য রাখেন ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. এ কে এম মহিউদ্দিন মানিক, ডা. সাদ্দাম হোসেন, ডা. মঈনউদ্দীন, ডা. মেহেদী হাসান ঈমাম, ডা. গিয়াসউদ্দিন নয়ন, ডা. হুমায়ুন রশিদ চৌধুরী, অধ্যাপক ডা. জাকিয়া আফরোজ।
উপস্থিত ছিলেন ডা. জামাল হোসেন, ডা. ফজলে সিহাব, ডা. হারুনুর রশিদ, ডা. নিশাত শারমিন আঁখি, ডা. তাহসিন নূর অমি, ডা. তানিম আসরার, ডা. ইমতিয়াজ আরিফ, ডা. আবু সুফিয়ান ফয়সাল, ডা. তরিকুল ইসলাম, ডা. ওমর ফাহিম, ডা. মহিউদ্দিন আলমগীর, ডা. খোরশেদ, ডা. আমিনুল ইসলাম, ডা. জুনায়েদ আলী, ডা. ফরহাদ উদ্দীন সিফাত, ডা. মিজবাউদ্দীন, ডা. সাদিকুল হক সুমন, ডা. ফয়সাল, ডা. অমিত পাল, ডা. সালেকিন সাইমুন, ডা. আব্বাসী, ডা. আদনান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এদেশের মেহনতি মানুষের জন্য কাজ করে গেছেন। মানুষের সুখ দুঃখে পাশে থাকতেন। বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়ার মাধ্যমে ড্যাব বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।












