পটিয়ায় অল নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:৪১ অপরাহ্ণ

পটিয়ায় শাহ্‌ আকবরিয়া ব্রাদার্স সোসাইটি অল নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার হাইদগাঁও পাঠান পাড়া মাঠে উদ্বোধনী খেলায় কোতোয়ালী ফাইটার্সকে ১০ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের উড়ন্ত সূচনা করে মরহুম আবুল কাশেম ইঞ্জিনিয়ার স্মৃতি ক্রিকেট দল। ১০ ওভারের খেলায় প্রথমে টসে জিতে ব্যাট করতে নামে কোতোয়ালী ফাইটার্স। নির্ধারিত ১০ ওভারে তারা ৪ উইকেট হারিয়ে ৭৭ রান করে। জবাবে মরহুম আবুল কাশেম ইঞ্জিনিয়ার স্মৃতি ক্রিকেট দল ৭৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৮ ওভারেই কোন উইকেট না হারিয়ে জয় তুলে নেয়। খেলা শেষে ম্যান অব দা ম্যাচ পুরস্কার লাভ করেন বিজয়ী দলের সুজন ও গেম চেঞ্জার পুরস্কার লাভ করেন মো. জিসাদ। তাদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ আসিদ হোসেন মাসুমের সভাপতিত্বে খেলার উদ্বোধক ছিলেন মরহুম ইব্রাহিম তালুকদার ফাউন্ডেশনের ফাউন্ডার আব্বাস উদ্দিন তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর আবুল হোসেন মাষ্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মীর এরশাদুর রহমান। বক্তব্য রাখেন শাহ্‌ আকবরিয়া ব্রাদার্স সোসাইটির প্রতিষ্ঠাতা মো. ইলিয়াছ আজম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সাংবাদিক শফিউল আজম, মো. রাসূলে হাদ্দাস, মুহাম্মদ সামশুল আলম, ডা. সঞ্জয় সেন, মুহাম্মদ নুরুল ইসলাম, মু. আনিছ উদ্দিন চৌধুরী, মুহাম্মদ ছাবের, মু. জাহাঙ্গীর আলম, মু. লিয়াকত আলী, মু. খোরশেদ আলম, শাহ্‌ আকবরিয়া ব্রাদার্স সোসাইটির সাধারণ সম্পাদক মুহাম্মদ পারভেজ আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের নিরামিশ পাড়া ফুটবল একাদশের অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধস্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ বার্সেলোনার মুখোমুখি রিয়াল মাদ্রিদ