পটিয়ায় অবৈধভাবে ক্রসফিলিংকালে ২৩৭টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পটিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাহুলী নামক জায়গায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে ক্রসফিলিংয়ে কর্মরত শ্রমিক ও ব্যবসায়ী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও লতাগুম্মে ঢাকা জায়গায় টিনের বেড়া দিয়ে অবৈধ এ ক্রসফিলিং ব্যবসা চালিয়ে আসছিল একটি চক্র। চক্রটিতে চন্দনাইশ ও পটিয়ার কয়েকজন ব্যবসায়ী জড়িত। উপজেলা প্রশাসন খবর পেয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে ওই স্থান থেকে ২৩৭টি গ্যাস সিলিন্ডার, ক্রসফিলিং করার কাজে ব্যবহৃত একটি মোটর ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। এর মধ্যে সরকারি সিলিন্ডার ১০৮টি এবং বাকিগুলো বিভিন্ন কোম্পানির বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফারহানুর রহমান জানান, অভিযানের খবর পেয়ে এ অবৈধ ব্যবসার সাথে জড়িতরা দ্রুত পালিয়ে যায়। ওখান থেকে ২৩৭টি সিলিন্ডার ও ক্রসফিলিংয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে এগুলো জব্দ করা হয়।












