পটিয়ায় অবৈধভাবে ফুটপাত দখলসহ বিভিন্ন অভিযোগ

২১ মামলায় ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা

পটিয়া প্রতিনিধি | বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৩৯ পূর্বাহ্ণ

পটিয়ায় অবৈধভাবে ফুটপাত দখলসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২১ মামলায় ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভার ডাকবাংলো থেকে বাসষ্টশন এলাকায় পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট ফারহানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পটিয়া থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা তাকে সহায়তা করেন।

অভিযানকালে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে দোকানের মালামাল রাখা, ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধ, সড়কে অনিয়ম, ডিলিং লাইসেন্স ও ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় সংশ্লিষ্ট আইনে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা কালে অপরাধ সংশ্লিষ্ট মালামাল জব্দ করে পৌরসভার জিম্মায় নেওয়া হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারহানুর রহমান বলেন, ফুটপাক দখল করে জনদূর্ভোগ সৃষ্টিকারী ও বিভিন্ন অনিয়মের বিষয়ে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্র দাপিয়ে বেড়ায় তিমি
পরবর্তী নিবন্ধসন্দ্বীপের পলাতক আসামি সীতাকুণ্ডে গ্রেপ্তার