এবারের সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগের শিরোপা নিশ্চিত করে নিয়েছে শতদল ক্লাব। গতকাল বৃহস্পতিবার লিগের এ পর্যন্ত অপরাজিত দল কর্ণফুলী ক্লাব ২-০ গোলে শিরোপা প্রত্যাশী পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করলে শতদলের অবস্থান পরিস্কার হয়ে যায়। শতদল ৮ খেলা শেষে পেয়েছে ২১ পয়েন্ট। অন্যদিকে পটিয়া উপজেলা ৮ খেলা শেষে ১৬ পয়েন্ট অর্জন করেছে। দু’দলেরই একটি করে খেলা বাকি আছে। শেষ খেলায় শতদল হারলে কিংবা পটিয়া জয় পেলেও শতদল ক্লাবের শীর্ষ অবস্থান অক্ষুণ্ন থাকবে। কর্ণফুলী ক্লাবও ৮ খেলা শেষে ১৬ পয়েন্ট পেয়েছে। তাদেরও একটি খেলা বাকি আছে। লিগ রানার্স আপের দৌড়ে তারা এখন লড়বে পটিয়া উপজেলার সাথে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকালের খেলায় কর্ণফুলী যোগ্যতর দল হিসেবেই জয়লাভ করে। খেলা শুরুর ১২ মিনিটে পটিয়া আক্রমণ করলেও খেলা যতই সামনে গড়াচ্ছিল ততই কর্ণফুলীর আক্রমন বেড়ে যাচ্ছিল। ঐ সময় পটিয়ার মুসার শট বারের বাইরে দিয়ে চলে যায়। ২২ মিনিটে চমৎকার আক্রমণ থেকে কর্ণফুলীর দিদারুল আলম সৈনিকের ব্যাকভলি সাইড বার দিয়ে চলে যায়। ৩৭ মিনিটে আবারো আক্রমণে উঠে কর্ণফুলী। এবারো সৈনিক গোল করতে উদ্ধত হলে সামনা সামনি বাধা দেন পটিয়ার কিপার। গোল পেতে ব্যর্থ হয় কর্ণফুলী। কিন্তু পরমুহূর্তেই বল পান দলের মো. খোকা। তিনি বক্সের ভেতর থেকে বাম পায়ের দারুণ শটে পটিয়ার কিপার জহির উদ্দিনকে পরাস্ত করেন। বল কোনাকুনি জালে ঢুকে যায়। কর্ণফুলী এগিয়ে যায় ১-০ গোলে। পটিয়া এদিন তাদের নিয়মিত গোলরক্ষক রাহুলের পরিবর্তে জহিরকে মাঠে নামায়। খেলার প্রথমার্ধে এই এক গোলেই এগিয়ে থাকে কর্ণফুলী। একা গোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে কর্ণফুলী উজ্জীবিত ফুটবল খেলে। পাশপাশি পটিয়া গোল শোধে মরিয়া হয়ে উঠে। এ অর্ধের ৫ মিনিটে পটিয়ার তরিকুল ইসলামের শট কর্ণফুলী কিপার ফিস্ট করে রক্ষা করেন। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করতে সমর্থ হয় কর্ণফুলী। এসময় সতীর্থ থেকে বামপ্রান্তে ফাঁকায় বল পান মো. মহিবুল্লাহ। তিনি তৎপরতার সাথে বল জালে জড়িয়ে দেন (২-০)। দুই গোলে এগিয়ে থেকে কর্ণফুলী খুব একটা সুযোগ আর দেয়নি পটিয়াকে। তবে এ অর্ধের ৪২ মিনিটে পটিয়ার একটি আক্রমন থেকে পাওয়া বল দলের বদলী রফিকুল আলম বারের উপর দিয়ে মেরে নষ্ট করেন। বাকি সময় আর কোন গোল না হলে পরাজয় হজম করে মাঠ ছাড়ে পটিয়া। এটি ছিল লিগে তাদের দ্বিতীয় পরাজয়। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কর্ণফুলী ক্লাবের খেলোয়াড় মো. খোকা। তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর ডা. সৈয়দ সাইফুল ইসলাম।
একই ভেন্যুতে দিনের দ্বিতীয় খেলায় বাকলিয়া একাদশ ৪-০ গোলে আগ্রাবাদ কমরেড ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের জাহাঙ্গীর আলম হ্যাট্রিকসহ তিন গোল করেন। অপর গোলটি করেন জাহেদুল ইসলাম। ৮ খেলা শেষে বাকলিয়া একাদশের পয়েন্ট হয়েছে ৮,অন্যদিকে আগ্রাবাদ কমরেড ক্লাব ৮ খেলায় মাত্র ১ পয়েন্ট পেয়েছে।
এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বাকলিয়া একাদশ দলের খেলোয়াড় জাহাঙ্গীর আলম। তাকে ক্রেষ্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর আবদুল মতিন।
প্রথম বিভাগ ফুটবল লিগে আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। তবে খেলা দুটির সময় পরিবর্তিত হয়েছে। দিনের প্রথম খেলা কল্লোল সংঘ বনাম বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্সের মধ্যে অনুষ্ঠিত হবে। এ খেলাটি বিকাল ৩ টার পরিবর্তে বিকাল ৫ টায় অনুষ্ঠিত হবে। দিনের দ্বিতীয় খেলা আগ্রাবাদ নওজোয়ান ক্লাব এবং ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হবে। খেলাটি বিকাল ৫ টার পরিবর্তে সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে।