পটিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে

সামাজিক-সম্প্রীতি কমিটির সভায় হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর, ২০২২ at ১১:১১ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে পটিয়ার একটি ঐতিহ্য রয়েছে। এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান একে অপরের পরিপূরকের মত। একে অপরের আচার অনুষ্ঠানে অংশ গ্রহণের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতির এক অন্যান্য মেল বন্ধন রচিত রয়েছে। পটিয়ার এ ঐতিহ্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ও সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যেতে হবে। কোন ষড়যন্ত্রকারী যাতে এ সম্প্রীতি নষ্ট করতে না পারে। শান্তি ও নিরাপত্তার মাধ্যমে প্রতিটি ধর্মের লোকজন তাদের স্ব স্ব ধর্মীয় রীতি নীতি অনুযায়ী অনুষ্ঠানাধি পালন করবেন। তিনি গতকাল সোমবার উপজেলা প্রশাসন আয়োজিত পটিয়ায় সামাজিক-সম্প্রীতি কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া সহকারী কমিশনার (ভুমি) রাকিবুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম, বিজন চক্রবর্তী, বিমল মিত্র, ইউপি চেয়ারম্যান এহসানুল হক, হাজি মাহবুবুল হক চৌধুরী, এম এ হাসেম, সরোজ সেন নান্টু, রণবীর ঘোষ টুটুন, কাউন্সিলর রূপক কুমার সেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনৌকাব স্কাউটসদের দীক্ষা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবর্তমান সংসারে ভালো আছি